হাওজা নিউজ এজেন্সি: ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ-জব্দ কমিটি তাদের পূর্বের সিদ্ধান্ত সংশোধন করে এই দুই সংগঠন ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট সব নাম তালিকা থেকে বাতিল করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, ২০২৫ সালের সিদ্ধান্ত নং (২৪) পুনর্বিবেচনার পর এই সংশোধন আনা হয়।
কমিটির বিবৃতিতে বলা হয়েছে, পূর্ববর্তী যেসব সিদ্ধান্তে এসব গোষ্ঠীর বিরুদ্ধে সম্পদ-জব্দের ধারা ছিল, নতুন সংশোধনীর মাধ্যমে সেগুলো কার্যত বাতিল হয়েছে। সিদ্ধান্তটি সরকারি গেজেট এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে; প্রকাশের দিন থেকেই তা কার্যকর হবে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি ভুলবশত হিজবুল্লাহ ও আনসারুল্লাহকে “সন্ত্রাসী গোষ্ঠী”র তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। বিষয়টি সামনে আসার পর প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ২০২৫ সালের সিদ্ধান্ত নং ৬১-এ থাকা এই ভুলের তদন্তের নির্দেশ দেন। সিদ্ধান্তটি গত ১৭ নভেম্বর সরকারি গেজেট (নং ৪৮৪৮)-এ ছাপা হয়েছিল।
প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, সিদ্ধান্তটিতে এমন কিছু বক্তব্য ছিল যা “বাস্তবতাকে প্রতিফলিত করেনি।” ইরাক কেবল মালয়েশিয়ার অনুরোধে আইএসআইএল ও আল-কায়েদা-সংশ্লিষ্ট সম্পদ ফ্রিজ করতে সম্মতি দিয়েছিল।
ইরাকি সরকার আরও জানায়, লেবানন ও ফিলিস্তিনের জনগণের ওপর আগ্রাসন বিষয়ে তাদের রাজনৈতিক ও মানবিক অবস্থান নীতিগত, স্থির ও আপসহীন—যা ইরাকি জনগণের সেই অঙ্গীকারকে তুলে ধরে, যেখানে তারা অঞ্চলের মানুষের স্বাধীনতা ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের পাশে দাঁড়িয়েছে।
আপনার কমেন্ট